- বলুন মশাই , আজ হটাৎ ফোন করে ডেকে আনলেন ; কি ব্যাপার হু !
- ও তার মানে আমার ফোন করার অধিকার টুকুও নেই তাই তো !
- তুই আজকেও রাগ দেখাবি বল ! আজ সকাল থেকে এই বৃষ্টি তার ওপর কাল তো আমাদের ..
হ্যাঁ ; কাল ওদের বিয়ে । কুয়াশামাখা ভোরগুলোয় শহরের কোনো এক গলি জুড়ে যেমন ওদের প্রেম চর্চিত ছিল ঠিক তেমনি ওদের ভালোবাসার শুদ্ধতা ছুঁয়ে গেছিলো কোনো এক পূর্ণিমারাতে চাঁদের জ্যোৎস্নায় । এবার প্রেমটা এক নতুন মাত্রা পেতে চলেছে । কিছুদিন আগেই দুজনের পরিবারের সম্মতিতেই বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে । এরই মাঝে আজ সায়ন একপ্রকার জোর করেই মিষ্টিকে পার্কে আসতে বলে । পার্ক দিয়ে বয়ে চলা শীতল বাতাসের মধ্যেই সায়ন বলে ওঠে ,
- দেখ না , এই বিয়ে বিয়ে করে এক সপ্তাহ আমাদের দেখা হয়নি ভাব ! আমি আর থাকতে পারছি না বিশ্বাস কর ।
Write a comment ...